জাতীয় ঐক্য সৃষ্টি না হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য সৃষ্টি না হলে এই সমস্যার সমাধান হবে না, বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘পুরো জাতিকে একসঙ্গে নিয়ে কথা বলতে হবে। মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের কথা তুলতে হবে। তাহলে মিয়ানমার বাধ্য হবে গণহত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে। আজ সেটা (ঐক্য সৃষ্টি) না করা হলে আপনার (শেখ হাসিনা) হাত শক্তিশালী হবে না। দেশের যে সমস্যা আছে তার সমাধানও হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সেফ জোনের কথা বলছেন। কিন্তু সেফ জোন বলতে কি বুঝানো হয়েছে সেটি আমরা বুঝতে পারিনি। বলা হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফজোন অর্থাৎ এখানে কি আরেকটি প্যালেস্টাইন রাজ্য সৃষ্টি করতে চান? রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের সম্পূর্ণ নাগরিক মর্যাদা দিয়ে ফেরত দিতে হবে। রোহিঙ্গাদের সমস্ত নাগরিক অধিকার দিয়ে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে।’
সরকার জনগণের সমর্থন হারিয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য তারা অভ্যন্তরীণভাবে একনায়কতন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করেছে। অনেক রক্ত ঝরেছে, অনেক সন্তান তার পিতা হারিয়েছে তাই সংঘাতে না গিয়ে আলোচনার মধ্যে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের পথ বের করুন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘শুক্রবার ভোরে প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। তিনি একবারের জন্যও মিয়ানমার যে গণহত্যা চালাচ্ছে সেটা বলেননি। মিয়ানমারের নিন্দা করেননি। এটা সবচেয়ে বড় প্রয়োজন ছিল।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান প্রমুখ।