ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের চত্বরেই ছাত্রদলের সমাবেশের প্রস্তুতি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা (ছবি: বাংলা ট্রিবিউন)ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যুর ফটকে তালা দেওয়া হয় সকালেই। সেই তালা এখনও খোলেনি। এ কারণে সামনের চত্বরে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এখানেই সমাবেশের প্রস্তুতি নিয়েছেন তারা।

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, মিলনায়তনের সামনের চত্বরেই তাদের সমাবেশ হবে। এখানে অংশ নিতে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার নিরাপত্তায় দায়িত্বে থাকা সিএসএফ-এর একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, তিনি গুলশানের বাসা থেকে রওনা দিয়েছেন। 

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা (ছবি: বাংলা ট্রিবিউন)এর আগে ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গতকাল (সোমবার) রাত থেকেই সমাবেশের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আজ সকাল ৯টায় সমাবেশ স্থলের এক কর্মকর্তা ফোন করে জানান, শাহবাগ থানার অনুমতি পেলে মিলনায়তনের গেট খোলা হবে। যদিও বিকাল ৪টা পর্যন্ত গেট বন্ধই আছে। সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বৈরাচার মনোভাব দেখিয়ে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা (ছবি: বাংলা ট্রিবিউন)সরেজমিন দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে মিছিল ও স্লোগান দিচ্ছেন। একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এখানে দাঁড়িয়ে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসনসহ ছাত্রদল নেতারা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা (ছবি: বাংলা ট্রিবিউন)ইতোমধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান প্রমুখ।