ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি

ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন বিএনপি নেতারা, ছবি: ফোকাস বাংলাজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে দলটি। স্মারকলিপি গ্রহণ করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন।

রবিবার বেলা ১১টার দিকে পুরান ঢাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন ঢাকা বিভাগ, মহানগর বিএনপি (উত্তর, দক্ষিণ) ও ঢাকা জেলা বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক  মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, বিএনপি সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি বজলুল বাসিত আনজুসহ অনেকে।

স্মারকলিপি জমা দিতে যাচ্ছেন বিএনপি নেতারা, ছবি: ফোকাস বাংলা

স্মারকলিপি জমা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন উপস্থিত বিএনপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।