সিএনজিতে করে নিয়ে যাওয়া হলো আলালকে

সিএনজিতে করে নিয়ে যাওয়া হচ্ছে আলালকেকালো পতাকা প্রদর্শন কর্মসূচি পণ্ড করে দেওয়ার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে সিএনজি চালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়েছে। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পর তাকে আটক করা হয়।

28381616_1467583583350996_971238673_nআলাল ছাড়াও সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা ও নেওয়াজ হালিমা আরলিসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহত হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

28381029_1467583580017663_691225495_nঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘এই মুহূর্তে কতজন আটক তা বলা যাবে না। তাদের নাম ঠিকানা পরে জানা যাবে।’ এ নিয়ে গোয়েন্দা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাঠিপেটা ও জলকামান থেকে পানি ছুড়ে তাদের কর্মসূচি পণ্ড করে পুলিশ। এ সময় দলটির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। অনুমতি না থাকায় কর্মসূচি পালন করতে পুলিশ বাধা দিয়েছে বলে জানা গেছে।