জনগণকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করছে সরকার: আমীর খসরু

মানববন্ধনে আমীর খসরু

বিএনিপ’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, সরকার জনগণকে বাইরে রেখে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। এজন্য তারা খালেদা জিয়াকে জেলে রেখেছেন।

শুক্রবার দুপুরে তোপখানা রোডে বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আমীর খসরু বলেন, ‘বিশ্বের গণতন্ত্রকামী মানুষ ভালো করেই জানেন নির্বাচনের আগে খালেদা জিয়া কেন জেলে। আজ ক্ষমতায় থাকতেই বিরোধী দলগুলোকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। এর কারণ একটাই জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে আঘাত করছে সরকার। জনগণকে বাইরে রেখে নির্বাচনের প্রক্রিয়া চালাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের রাজনীতি হচ্ছে উচ্ছৃঙ্খল, জনগণকে ভয়ভীতির মধ্যে রেখে ক্ষমতা দখল এবং অব্যাহতভাবে ক্ষমতা ধরে রাখার। এজন্যই তারা গণতন্ত্র ও আইনের শাসন চাইছে না।’

আয়োজক সংগঠনের মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।