পুলিশের হেফাজতে ছাত্রদল নেতার মৃত্যু: রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচারে হত্যার অভিযোগ এনে আগামী রবিবার (১৮ মার্চ) কর্মসূচি ডেকেছে বিএনপি। এদিন ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। দলীয় নেতাকর্মীরা এদিন বুকে কালো ব্যাজ ধারণ করবেন।  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বৃহস্পতিবার (১৫ মার্চ) এ কর্মসূচি ঘোষণা করেন। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিক্ষোভের আগে আগামীকাল শুক্রবার জাকির হোসেন মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে বাদজুমা দোয়া অনুষ্ঠিত হবে।

রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও মানুষের বাকস্বাধীনতা হরণ করে সব নাগরিক অধিকার কেড়ে নিয়ে বর্তমান ভোটারবিহীন সরকার রাষ্ট্রের সব স্তম্ভ ভেঙে চুরমার করে ফেলেছে। এখন পরিকল্পিত নৈরাজ্য তৈরির জন্য ওবায়দুল কাদের সাহেবরা উসকানি দিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমি দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, ধারাবাহিকভাবে আদালতের কাছে রিমান্ড আবেদন, আদালত কর্তৃক রিমান্ড মঞ্জুর ও রিমান্ডে নিয়ে তরুণ নেতাদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় প্রতিটি আঘাতই প্রত্যাঘাত হয়ে কোনও না কোনও দিন আপনাদের কাছে ফিরে আসবে। এটাই হচ্ছে প্রকৃতির প্রতিশোধ।’

রিজভী বলেন, ‘শফিউল বারী বাবু, রাজিব আহসান, মিজানুর রহমান রাজসহ তরুণ নেতাদের রিমান্ডের পর রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে নির্যাতনের ফলে মৃত্যুবরণের কারণে আমরা এখন শফিউল বারী বাবু, রাজিব আহসান এবং মিজানুর রহমান রাজের শারীরিক অবস্থা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্ত।’