মুক্তিপণ পেতেই কারাগারে রাখা হয়েছে খালেদা জিয়াকে: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী (ছবি: আদিত্য রিমন)বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘একতরফা নির্বাচন বিপদমুক্ত করতে ও খালেদা জিয়া যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, এসব ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে কারাগারে রাখা হয়েছে। যাতে তার ওপর চাপ প্রয়োগের মাধ্যমে ভোটারবিহীন নির্বাচনের মুক্তিপণ আদায় করা যায়।’ বুধবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভীর অভিযোগ, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে।’ তার কথায়—‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তার নামে দায়ের করা মামলা রাজনৈতিক। তার জামিনে বিলম্ব ঘটানো আর জামিন স্থগিত করাও রাজনৈতিক।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রশ্ন রেখেছেন, ‘কীভাবে আপনি বলেন খালেদা জিয়া আর কারাগার থেকে বের হতে পারবেন না?’ এরপর হতাশার সুরে তিনি বলেন, ‘তার পদ কী তাহলে চিফ জাস্টিসেরও ওপরে? মনে হচ্ছে বিচার বিভাগকে কব্জায় রাখতে তাকে অসীম ক্ষমতা দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। আইনমন্ত্রীও অ্যাটর্নি জেনারেলের মতো একই কথা বলেছেন। এর মাধ্যমেই প্রমাণ হয় শেখ হাসিনার ইচ্ছায় তাকে (খালেদা জিয়াকে) পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে।’

এই রাজনীতিবিদের মন্তব্য, খালেদা জিয়ার ওপর চাপ প্রয়োগ করে কোনও লাভ হবে না। তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী প্রতিহিংসার আগুনে জ্বলছেন। কারণ, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখায় তার জনপ্রিয়তা বাড়ছে। এটি শেখ হাসিনা সহ্য করতে পারছেন না। তাই আমাদের দলের চেয়ারপারসনকে আইনি অধিকার দেওয়া হচ্ছে না।’

খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল প্রসঙ্গে রিজভী বললেন, ‘দুদক হলো রাতকানা বাদুড়। দুদক প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিষ্ঠান। সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীর ব্যাপারে দুদক রাতকানা বাদুড়ের মতো আচরণ করছে। অথচ খালেদা জিয়া ও বিএনপির পেছনে পড়ে থাকাই যেন দুদকের দায়িত্ব।’

বুধবারের সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা প্রমুখ।