বিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে: মওদুদ

আলোচনায় সভায় মওদুদ আহমদবিচারবহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণের নামে দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে তার অধিকার কে দিয়েছে? বিনা বিচারে এমন হত্যাকাণ্ড কোন আইনে করা হচ্ছে? কে মাদক ব্যাবসায়ী, কে মাদক সম্রাট তার তালিকা করলো কারা? মাদক ব্যবসায়ীদের না ধরে চুনোপুঁটিদেরকে হত্যা করা হচ্ছে। আগামীতে বিনা বিচারের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত  ‘বিনা বিচারে হত্যাকাণ্ড ও মৌলিক অধিকার শীর্ষক’ গোল টেবিল আলোচনায় মওদুদ এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘মাদকের বিস্তারের জন্য দায়ী সরকার নিজেই। গত ১০ বছর ধরে তারা ক্ষমতায়। এতদিন কি কোনও উদ্যোগ ছিল মাদক নিয়ন্ত্রণের? যদি থাকতো তাহলে আজ এভাবে মাদক নিয়ন্ত্রণের নামে অভিযান পরিচালনা করতে হতো না। নির্বিচারে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে সরকার। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ 

ব্যাংকের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের কোনও পদক্ষেপ নেই  উল্লেখ করে মওদুদ বলেন, ‘নানাভাবে নানা কৌশলে ব্যাংকের টাকা আত্মসাৎ করছে দুর্নীতিবাজরা। কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। লুটেরারা লুটপাট করে খাচ্ছে। ব্যাংকিং কমিশন গঠনের ছিটেফোঁটাও বাজেটে উল্লেখ নেই। কর্মসংস্থানের সৃষ্টির ওপর কোনও গুরুত্ব দেওয়া হয়নি বাজেটে। ধনীকে ধনী করবে এই বাজেট, গরিবকে আরও গরিব করবে। এই বাজেট প্রশ্নবিদ্ধ।’ 

সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।