খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন আহমেদ আজম খান

খালেদা জিয়া ও আহমেদ আজম খান (ফাইল ছবি)কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বুধবার (২০ জুন) বিকাল ৫টায় পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে তার প্রবেশ করার কথা রয়েছে।

আহমেদ আজম খান নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার বিকাল ৩টার দিকে চেয়ারপারসনের সঙ্গে দেখা করার কথা ছিল আমার। কিন্তু কারা কর্তৃপক্ষ জানিয়েছেন বিকাল ৫টার দিকে দেখা করা যাবে।’

সবশেষ গত ১৮ জুন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এ জে মোহাম্মদ আলীসহ চার আইনজীবী।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। ৫৯ দিন কারাবন্দি থাকার পর গত ৮ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয় তাকে। ওইদিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।