জীবন বাজি রেখে লড়াইয়ের অঙ্গীকার মির্জা ফখরুলের

fkজীবন বাজি রেখে প্রাণপণ লড়াইয়ের অঙ্গীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এবং দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে জীবন বাজি রেখে আমাদের প্রাণপণ লড়াই করতে হবে। আর এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে।’

বুধবার (১৫ আগস্ট) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন উপলক্ষ, তার কারামুক্তি, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘জীবন বাজি রেখে লড়াই করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বাধ্য করতে হবে খালেদা জিয়াকে মুক্তি দিতে। একইসঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে, সংসদ ভেঙে দিয়ে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে একটি নির্বাচন অনুষ্ঠিত করতেও বাধ্য করতে হবে সরকারকে। আমরা জীবন বাজি রেখে লড়াই করে সরকারকে এসব দাবি মানতে বাধ্য করতে হবে।’

১/১১’র ফখরুদ্দিন-মঈনুদ্দীন সরকারের চেয়েও আওয়ামী লীগ সরকার খারাপ বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘১/১১-এর অবৈধ সরকারের সময় খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায়, নীরব আন্দোলন করে তাদেরকে মুক্তি দিতে এবং জরুরি অবস্থা তুলে নিতে বাধ্য করেছিলেন। কিন্তু আজ তাদের চেয়ে এই ফ্যাসিস্ট সরকার খারাপ।’

তিনি বলেন, ‘এই স্বৈরাচারের চক্রান্তের ফলে খালেদা জিয়া কারারুদ্ধ। তিনি শুধু একজন নেতা বা সাবেক প্রধানমন্ত্রী নন, ইতিহাসে যে কয়েকজন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, খালেদা জিয়া তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন।’

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।