আগামী নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করবে সরকার: মওদুদ

মওদুদ আহমদ (ফাইল ছবি)সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সরকার চেষ্টা করছে তার পরিবেশ নষ্ট করার।’ রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন মওদুদ।

মওদুদ বলেন, ‘সাংবাদিকদের বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে সরকারকে বাধ্য করুন। আর যদি আপনারা না পারেন তাহলে বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে। কারণ, আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি।’

সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে বক্তব্য রাখেন মওদুদ আহমদসারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে দেওয়া মামলাকে গায়েবি মামলা আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এর জন্য সরকারকে একদিন মাশুল দিতে হবে। আমাদের দলের কোনও যুবক ঘরে থাকতে পারছেন না।’

মওদুদ বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বলেছেন বিএনপি রাস্তায় নামলে প্রতিহত করবেন। কেন আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি প্রতিহত করবেন? আপনারা যদি বিএনপিকে প্রতিহত করতে আসেন, আমরাও প্রতিহত করবো। কাউকে ছেড়ে দেবো না। আওয়ামী লীগ মাঠ দখল করবে এটা দুঃস্বপ্ন। মানুষ আজ ঐক্যবদ্ধ।’

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ বলেন, ‘আপনারা মাঠে নামবেন তো? সময় চলে এসেছে মাঠে নামার। জনরোষ সরকার বন্ধ করতে পারবে না।’

দুপুর ২টা ১০ মিনিটে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে কারাবন্দি খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।