আহমেদ ইমতিয়াজের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিশিষ্ট গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে তার এ শোকের কথা জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। মির্জা ফখরুল তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

মির্জা ফখরুলের উদ্ধৃতি নিয়ে শায়রুল কবির জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলা গানের ইতিহাসে অনন্য একজন শিল্পী। তিনি গানের সব দিকের গুণাবলির একজন মানুষ। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের স্বার্থে যেমন জীবন নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন, তেমনি বাংলা সংগীতেও তিনি তার স্বভাবসুলভ অবদান রেখে গেছেন। আধুনিক গান, দেশাত্মবোধক, চলচ্চিত্রের গানে তার অবদান অনস্বীকার্য।’

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদ জাসাস সহ সভাপতি শায়রুল কবির খান বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলা গানের অভিনব সুরের স্রষ্টা, তিনি আজীবন বাংলা সংগীত শ্রোতাদের মনে থাকবেন। আমরা তার মাগফেরাত কামনা করি।’

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ‘ভোর ৪টার দিকে তিনি মারা গেছেন। তার পালস্ পাওয়া না যাওয়ায় দ্রুত তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (আয়েশা মেমোরিয়াল) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ বাসায় নিয়ে আসা হয়।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়।