খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকারাবন্দি বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ বলে দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেণেচ,  ‘তার সারা গায়ে ব্যথা। সরকার তার নেতৃত্বকে ভয় পায় বলেই সুপরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

বুধবার (১২ মার্চ) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১২টার থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন শুরু করে। যা বেলা ৪ টা পর্যন্ত চলবে।

সরকার ইচ্ছে করলেই বাংলাদেশের মানুষকে আর দমন করে রাখতে পারবে না বলে বলে উল্লেখ মির্জা ফখরুল বলেন, ‘গোটা জাতিই আজ অস্তিত্ব সংকটে পড়েছে। বসে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে।’

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেজন্যই নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছে। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

অনশনে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।