আ. লীগ সরকার সবকিছুই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীরআওয়ামী লীগ সরকার ‘মুনতাসীর ফ্যান্টাসি’র মতো সবকিছুই খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সেলিম আল দীনের লেখা মুনতাসীর ফ্যান্টাসি নাটকে দেখেছি প্রধান চরিত্র সবকিছু খেয়ে ফেলে। তার পেটে প্রচণ্ড ক্ষুধা, সেজন্য সে চেয়ার-টেবিল, কাগজপত্র সবকিছু খেয়ে ফেলে। এই সরকারও মুনতাসীর ফ্যান্টাসির মধ্যে পড়েছে। তারা সবকিছুই খেয়ে ফেলেছে।’
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেলে ছিলেন। আর সু চি ১০ বছর গৃহবন্দি ছিলেন। শেষ পর্যন্ত গণতন্ত্রের জয় হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে। নিজের জন্য নয়, তিনি জনগণ ও গণতন্ত্রের জন্য কারাগারে।’
বিএনপির এই নেতা বলেন, “যখন আমাদের মধ্যে হতাশা, ভয়ভীতি কাজ করছে, তখন সুদূর থেকে তারেক রহমান লালমনিরহাটে ফোন করে বলছেন, ‘কেমন আছেন, ভালো আছেন তো। সাহস হারাবেন না, আমরা সবাই আছি।’ আওয়ামী লীগের লোকজন মনে করেন, শুধু তারেক রহমান স্কাইপে আমাদের নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি প্রায়ই আমাদের তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলেন। সেই জন্য বলছি, এত হতাশা ও অন্ধকারের মধ্যে আমরা আশার আলো দেখতে পাই তারেক রহমানের নেতৃত্বের মধ্যে। এই নেতৃত্ব আমাদের মুক্তি দেবে।”
সরকার সম্পর্কে কিছু বলার আছে কিনা প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘আমার মনে হয় না কিছু বলার আছে, এখন প্রতিটি মানুষ চায় এই সরকার যাক। এই মুহূর্তে গেলে আরও ভালো। মানুষ আর পারছে না। আগে তো তারা বিএনপিকে পিটিয়েছে, এখন সাধারণ মানুষের ওপর শুরু করেছে। পেঁয়াজ, লবণ সবকিছু দিয়ে।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।