প্রধানমন্ত্রীর কথায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম পরিবর্তন: রিজভী

দোয়া মাহফিল

রাজনৈতিক দলের মতামত না নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার প্রতিষ্ঠান নাম পরিবর্তন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,  ‘দেশের দীর্ঘদিনের পদ্ধতিগুলো প্রধানমন্ত্রীর কথায় পরিবর্তন হচ্ছে। এখানে অন্যান্য রাজনৈতিক দলের মতামত নেওয়া হচ্ছে না। কারণ আপনারা তো সরকারি চাকরি করেন। নিজেদের স্বাধীন সত্ত্বা বিলিয়ে দিয়ে চাকর হয়েছেন সরকারের।’

সোমবার (১০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান ও সেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় ছাত্রদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি ।

রিজভী বলেন, ‘নির্বাচন গোরস্থানে পাঠিয়ে দিনের ভোট রাতে হচ্ছে। তিনি ইউনিয়ন পরিষদ পল্লী পরিষদ করবেন, উপজেলা চেয়ারম্যানকে উপজেলার পিতা করবেন, সেই কাজে হাত দিয়েছেন। যে ঐতিহ্য সংস্কৃতি সেটাকে ভাঙছেন।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।