কোকোর মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) এ উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন সারির নেতারা। এদিন বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে ও খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ঘরোয়া পরিবেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং শায়রুল কবির খান এসব তথ্য জানান।

রবিবার সকালে বনানী কবর স্থানে আরাফাত রহমান কোকো'র তার করব জিয়ারত করে সূরা ফাতেহা পাঠ করেছেন মির্জা ফখরুল। এসময় তার সঙ্গে ছিলেন ডাক্তার আব্দুস ‍কুদ্দুস, আমিনুল হক, কাজী আবুল বাশার, সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মুস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভূইয়া জুয়েল,
ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, হাফেজ শাহ্ মোহাম্মদ নেসারুল হক, শাহরিয়া ইসলাম শায়লা প্রমুখ।

এসময় বিএনপির মহাসচিব বলেন, ‘আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ক্রীড়া সংগঠক ছিলেন ক্রিকেটকে মনে প্রাণে পছন্দ করতেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে তার অগ্রণী ভূমিকা হয়েছে। অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে গ্রেপ্তার করে এক এগারো সরকার কারাগারে রেখে জুলুম নিপীড়ন করেছে।’

রবিবার সকালে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শায়রুল কবির জানান, রবিবার বিকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ও খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ঘরোয়া পরিবেশে আত্মীয়স্বজনদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুলশানের কার্যালয়ে মোনাজাতে অংশগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, আবদুস সালাম প্রমুখ।

শায়রুল কবির বলেন, ‘আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই সন্তান লন্ডনে থাকায় দেশে আসতে পারেননি। করোনা পরিস্থিতিতে তারা সেখানেই মরহুম কোকোকে স্মরণ করেছেন।’