একাত্তরে খালেদা জিয়ার বন্দিত্ব স্মরণে বিএনপির আলোচনা

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই সন্তানসহ গ্রেফতার হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে সেদিন বন্দি হয়েছিলেন দুই শিশু সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান। এদের মধ্যে দ্বিতীয় জন মারা গেছেন। শুক্রবার (২ জুলাই) বিএনপির উদ্যোগে দিনটিকে স্মরণ করে ভার্চুয়ালি আলোচনা সভা করেছেন দলটির নেতারা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনকে জানান, মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী খালেদা জিয়া ও তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে বন্দি করেছিল। দিনটিকে স্মরণ করে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি’র আয়োজনে আলোচনা সভা করা হয়েছে। নতুন প্রজন্মকে খালেদা জিয়া ও জিয়া পরিবারের দেশপ্রেমের কথা জানাতেই এই আলোচনা সভা।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ  অনেকে বক্তব্য রাখেন।

বিএনপির একটি দায়িত্বশীলসূত্র জানায়, খালেদা জিয়া গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসকরা নিয়মিত তাকে পর্যবেক্ষণ করছেন। গত ২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে ১৯ জুন সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবনে ফিরেন তিনি।