টিকার ফিরতি মেসেজ পেয়েছেন খালেদা জিয়া

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নিতে সরকারি প্রতিষ্ঠানের ফিরতি মেসেজ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার (১৮ জুলাই) বিকাল সোয়া তিনটার দিকে তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে শায়রুল কবির জানান, ম্যাডাম টিকা গ্রহণের ফিরতি মেসেজ পেয়েছেন। তবে কোথায়, কবে টিকা নেবেন, তা এখনও ঠিক হয়নি। সেটা পরবর্তীতে জানানো হবে।

এর আগে, গত ৮ জুলাই করোনার টিকা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন খালেদা জিয়া। তিনি মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করবেন।

গত ২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে ১৯ জুন  রাত ৯টার দিকে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউ’র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।