‘গায়েবি মামলার মতো গায়েবি বেড, রোগী উড়ে যাচ্ছে’

স্বাস্থ্য অধিদফতর আইসিইউ বেড নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের পাঁচটি জেলায় ২০টি আইসিইউ বেড থাকার কথা অধিদফতর বললেও আদতে ওই সব জেলায় কোনও বেড নেই বলে জানান তিনি।

সোমবার (২ আগস্ট) এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। লালমনিরহাট বিএনপির উদ্যোগে জেলার কোভিড-১৯ হেল্প সেন্টারের উদ্বোধন এবং করোনাভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে এই ভার্চুয়াল অনুষ্ঠান হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কয়েকটি হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও তারা (স্বাস্থ্য অধিদফতর) তথ্য দিচ্ছে যে, আইসিইউ শয্যা আছে। যেমন- ভোলা, কুষ্টিয়া, বাগেরহাট, পটুয়াখালী ও জামালপুর— স্বাস্থ্য অধিদফরের হিসাবে এই পাঁচ জেলায় করোনা রোগীদের জন্য ২০টি আইসিইউ রয়েছে। কিন্তু আসলে এগুলোতে কোনও আইসিইউ নাই। মিথ্যা তথ্য দিচ্ছে।’

ফখরুল ইসলাম আরও বলেন, ‘সিলেটে তারা বলেছে যে, চারটা হাসপাতালে সরকারি হিসাবে ১৩৬ জন রোগী চিকিৎসাধীন ছিল, রবিবার পর্যন্ত। প্রকৃত পক্ষে সেখানে চিকিৎসাধীন আছে ৪৩৬ জন। তিনশো রোগী নাই, গায়েব। এখন গায়েবি মামলার মতো গায়েবি বেড, গায়েবি সংখ্যা, গায়েবি রোগী উড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। হাসপাতালও উধাও হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন যে, একটা হাসপাতাল নাই হয়ে গেছে। এই হচ্ছে সরকারের মানুষের চরম দুর্দিনে, মানুষের মারা যাওয়ার সময়ে, যখন সে চায় যে, সরকার তার পাশে দাঁড়াবে, যখন সে চায় তার অন্তত চিকিৎসা হবে। অক্সিজেনের জন্য মানুষ হাহাকার করছে সেই অক্সিজেন নেই।’