‘জনগণের অভ্যুত্থান’ ছাড়া সরকার হটানোর বিকল্প নেই: ফখরুল

সরকার হটাতে ‘জনগণের অভ্যুত্থান’ ছাড়া কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। কারাবন্দি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘একটা কথা আমাদের মনে রাখতে হবে যে, একটা অভ্যুত্থান, জনগণকে সঙ্গে নিয়ে উঠে আসা— এটা ছাড়া কোনও বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের হাতে অস্ত্র নেই, আমরা অস্ত্রবাজ নই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘এরা রাষ্ট্র ও সরকারকে এক করে ফেলেছে এবং সবকিছুতে দলীয়করণ করে ফেলেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটি দল যে দলটি কখনোই গণতন্ত্রের বিশ্বাস করেনি। আওয়ামী লীগই সেই দল, যারা ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল— সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে। পত্রিকা সব বন্ধ করে দিয়েছিল।’

ফখরুল বলেন, ‘সবচেয়ে বড় যে দাবিতে আমাদের সোচ্চার হওয়া দরকার তা হচ্ছে— এই মুহূর্তে এই ব্যর্থ ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করে নিরপক্ষে সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আসুন, সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি বলতে চাই, যে যেরকম করে পারেন লড়াইটা ছাড়বেন না। খুব যে বেশিদিন লাগবে এরকম বোধহয় না।’