করোনায় কৃষকরা বেশি অবহেলিত: মির্জা ফখরুল

করোনা মহামারিতে দেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা (কৃষক) কোনও সাহায্য পায় না, কোনও প্রণোদনাও পায়নি।’ 

মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে এসব কথা বলেন মির্জা ফখরুল। কৃষক দলের নতুন কমিটির নব নির্বাচিত নেতারা তার সাথে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। 

নতুন কমিটির নেতাদের উদ্দেশে ফখরুল বলেন, জাতির যুগ সন্ধিক্ষণে কৃষক দলের নতুন কমিটি হয়েছে। তাদের দায়িত্ব অনেক বেশি। অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। সারাদেশের কৃষকদের সংগঠিত করতে হবে।   

এসময় অতীতে যারা কৃষক দল করেছেন, তাদের সঙ্গে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান জানান বিএনপি-র মহাসচিব।

‘খালেদা জিয়া কারান্তরীণ, তারেক রহমান নির্বাসনে’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের দায়িত্ব নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। 

এসময় কৃষক দলের নতুন সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অনেকে।