নির্বাচন কমিশন গঠনে আইন করবে কে, প্রশ্ন মির্জা ফখরুলের

নির্বাচন কমিশন গঠনে আইন করতে সরকারের প্রতি ৫২ বিশিষ্ট নাগরিকের আহ্বানের প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করেছেন- এই আইন কে করবে। শনিবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের একটি সংগঠনের সভায় তিনি এ প্রশ্ন করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকে আবার শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। আমি পত্রিকায় দেখলাম, আমাদের ৫২ জন বিশিষ্ট বুদ্ধিজীবী তারা একটা আইন প্রণয়ন করতে বলেছেন নির্বাচন কমিশনের জন্য।’

ফখরুল যোগ করেন, ‘ভালো কথা। কিন্তু আইনটা করবে কে? এই আইন তো পাস করবে সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টে আওয়ামী লীগ ছাড়া আর কিছু নেই। যারা দেশের গণতন্ত্র ধ্বংস করছে, জনগণের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিচ্ছে; তারা এই আইনটা পাস করবে। সুতরাং নির্বাচনের আইন যারা করতে চান সবার আগে তাদের এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত।’

প্রসঙ্গত, আজ (রবিবার) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে ৫২ জন নাগরিক নির্বাচন কমিশন গঠনে আইন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।