রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে বিএনপির উদ্বেগ

কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা বুধবার রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘হত্যার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত।’

ফখরুল বলেন, ‘মুহিবুল্লাহ রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। রোহিঙ্গা শিবিরে তাকে নির্মমভাবে প্রকাশ্যে হত্যার ঘটনা বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।’

ফখরুল বলেন, ‘এই সরকারের শাসনামলে অপরাধ করলেও বিচার হয় না, কিংবা বিচার হলেও সরকারি আনুকূল্যে ছাড়া পেয়ে যায় বলেই দ্বিগুণ উৎসাহে অপরাধ করতে উৎসাহী হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিজ দেশে প্রত্যাবাসনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ যদি সংরক্ষিত এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন তা হলে দেশের সার্বিক পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই অনুমেয়।’