অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে হবে: রিজভী

বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষকরা সমাজে সবচেয়ে অবহেলিত ও নির্যাতিত। যারা নির্যাতিত তারা কি করে জাতির মেরুদণ্ড হবেন? এমপিরা তাদেরকে কান ধরে ওঠ-বস করায়। বর্তমানে দেশে যে অন্যায়-অবিচার চলছে তার বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে শিক্ষকদেরকে কাজ করে যেতে হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আর জাগিয়ে তোলার যে শক্তি সেটা আপনাদের মধ্যেই আছে।

বিএনপিকে কেন জনগণ ভোট দিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রশ্নের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, আপনাকে সুস্পষ্ট করে বলতে হবে ভোট আসলে কে দেয়। যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপিকে ভোট দিবে দেশের মালিক জনগণ। আপনারা জোর করে ক্ষমতায় এসেছেন। যে ভোট দেবে সে ভোটারদেরকে আপনি চিনেন না।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।