খালেদা জিয়ার সুস্থতায় দোয়া কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। 

কর্মসূচির মধ্যে রয়েছে- শুক্রবার (১৫ অক্টোবর) দেশব্যাপী জেলা ও মহানগরে দোয়া মাহফিল ও ১৬ অক্টোবর সকল উপজেলা/থানা ও পৌর ইউনিটে দোয়া মাহফিল। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সংগঠনের দফতর সম্পাদক রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

রফিকুল ইসলাম জানান, দোয়া মাহফিল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।