‘আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত করতে হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত করতে হবে। ইনশাল্লাহ, আমরা দেশনেত্রীকে মুক্ত করতে সক্ষম হবো, তাকে বিদেশে পাঠাতে সক্ষম হবো।’

শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘আর বিলম্ব করবেন না। দেশনেত্রীকে মুক্তি দিন এবং তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন।  অন্যথায় এদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। ক্ষমতা থেকে সরিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করবে এবং সেই আন্দোলনই হবে সরকার পতনের আন্দোলন।’

খালেদা জিয়াকে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আছেন বলেই এখনও গণতন্ত্রের সংগ্রাম চলছে। তিনি আছেন বলেই, আমাদের শত্রুরা সীমান্তে ভয় পায়। আওয়ামী লীগ যে এখনও আছে, আমাদের দেশনেত্রী বেঁচে আছেন বলেই।’ 

খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির মহাসচিব বলেন, ‘এদেশে যদি গণতন্ত্রকে চালু রাখতে চাই, সুশাসন চালু রাখতে চাই, আমাদের সমস্ত অধিকারকে এখানে বহাল রাখতে চাই; তাহলে বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে।’

জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনা এবং ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ সুলতান সালাউদ্দীন টুকু, ফজরুর রহমান খোকন প্রমুখ।