খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে: শামা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত সুচিকিৎসা নিশ্চিতে দেশের নারী সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজনও চায় বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত হোক। তার চিকিৎসা নিশ্চিতে এখন আর বক্তব্যে হবে না, অ্যাকশনে যেতে হবে, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে।’

সোমবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অনুসারী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে শামা ওবায়েদ এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘খালেদা জিয়া কেবল সাবেক প্রধানমন্ত্রী বা বিএনপির চেয়ারপারসনই নন, তিনি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। তিনিই এ দেশে নারী শিক্ষা বিস্তার করেছেন। তিনিই নারী শিক্ষা অবৈতনিক করেছেন। তিনি এখন শেখ হাসিনার প্রতিহিংসার মামলায় বন্দি। তার কারণেই তিনি উন্নত সুচিকিৎসা পাচ্ছেন না।’

খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে দেশের নারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান শামা।

‘যখন বিএনপি, জিয়া পরিবার সমস্যায় পড়েছে, দলের তৃণমূল তখনই এগিয়ে এসেছে’ বলে মন্তব্য করেন শামা ওবায়েদ।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।