কাপ্তান বাজারে আগুন

সিটি করপোরেশনের কেউ খোঁজ নেয়নি: আব্দুস সালাম

রাজধানীর কাপ্তান বাজারে মুদি দোকানে  অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেউ আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর (দক্ষিণ) আহ্বায়ক আব্দুস সালাম।

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর কাপ্তান বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিতে গিয়ে এসব কথা বলেন সালাম। এসময় তার সঙ্গে ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

সালাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের কোনও ব্যবস্থা হয়নি। তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। এমন কী সিটি করপোরেশনের কেউ এসে কোনও খোঁজ নেয়নি। যদিও এটা সিটি করপোরেশনের মার্কেট।’

উল্লেখ্য,  ৮ জানুয়ারি ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর কাপ্তান বাজারে মুদির দোকানে আগুনের ঘটনা ঘটে। এসময় ইয়াসিন হোসেন (২১) নামে আগুনে পুড়ে এক তরুণ নিহত হয়।