অনির্বাচিত সরকার কোনও আইন পাস করতে পারে না: মির্জা আব্বাস

ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ নির্বাচন কমিশন আইন পাস করতে যাচ্ছে ব‌লে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ‌তি‌নি বলেন, ‘অনির্বাচিত সরকার কোনও আইন পাস করতে পারে না।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যো‌গে নয়াপল্টনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আপনারা তো অনির্বাচিত সরকার। আপনারা কোনও আইন পাস করতে পারেন না। আপনারা যে আইন পাস করবেন সেটি বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।'

তিনি বলেন, ‘যারা ভেবেছিল জিয়াউর রহমানকে শেষ করে দিলে বিএনপি শেষ হয়ে যাবে তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে।’

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।