সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার উদ্দেশে রওয়ানা হন তিনি। এদিন দুপুরে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গত ১৫ মে সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিএনপি নেতা আব্বাসের সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও তাদের বড় ছেলে সিঙ্গাপুর গেছেন বলে জানান শায়রুল কবির। তিনি বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাস।

শায়রুল কবির খান আরও জানান, আজ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমতির বিষয় নিয়ে মির্জা আব্বাসকে অনেকটা সময় হয়রানি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।