বন্যায় তিন ধাপে ত্রাণ কার্যক্রম চালাবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বন্যার সময়টাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। এখন যারা পানিবন্দি তাদের উদ্ধার করে খাবার পৌঁছে দেওয়া, তারপর পানি যখন কমবে তাদের গৃহ নির্মাণ, খাদ্য ও ওষুধের ব্যবস্থা করা এবং যাদের কৃষি জমি নষ্ট হয়েছে কৃষক দলের পক্ষ থেকে বীজতলা তৈরি ও বীজ দেওয়ার ব্যবস্থা করা।’

রবিবার (১৯ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দলের যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার বিকাল ৪টায় বিএনপি গঠিত ‘বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কমিটি’র সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের ওষুধ বিতরণ, খাবার পানি বিশুদ্ধ করার ট্যাবলেট বিতরণ করবো। এটা কতটা করতে পারলাম তা রিভিউ করতে আগামী ২১ জুন বৈঠকে বসে সিদ্ধান্ত নেব।’

টুকু বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কাজকর্ম রেখে বন্যার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বানভাসি মানুষে পাশে দাঁড়াতে। আমরা চেষ্টা করবো যতবেশি মানুষের কাছে পৌঁছানো যায়।’

তিনি বলেন, ‘সিলেট বিভাগে গত ১০০ বছরে এমন বন্যা হয়নি। এই পরিস্থিতিতে বিএনপি গণমানুষের দল হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জ জেলা, পৌরসভা, ছাতকে আমাদের দলের নেতাকর্মীরা রিলিফ অপারেশন শুরু করেছেন।’

ইকবাল হাসান জানান, এখন পর্যন্ত সিলেট বিভাগে বিএনপির কর্মীরা প্রায় দশ হাজার লোকের কাছে খাবার পৌঁছে দিয়েছে।

তিনি বলেন, ‘তারা বড় বড় নৌকা ভাড়া করে পানিবন্দি মানুষকে উদ্ধার করেছেন। সেখানে প্রায় ১০০ নৌকা কাজ করছে। ওইসব এলাকায় নৌকাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না, কারণ অনেকে নিজেদের নৌকা নিয়ে পার হচ্ছে। ছাতকে বন্যার প্রকোপ বেশি। সেখানে আমাদের কর্মীরা টাকা তুলে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশীদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।