বিএনপির কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রবিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-জাপানের যে সম্পর্ক সেটা অনেক দিনের সম্পর্ক। জাপান আমাদের বাইলেটারেল ডোনারদের মধ্যে সবচেয়ে বড় ডোনার।’

তিনি বলেন, ‘আজ আমাদের দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক যেসব বিষয় আছে সেগুলোর ওপর আলোচনা হয়েছে। এছাড়া সমকালীন যে রাজনৈতিক অবস্থা তার ওপরও আলোচনা হয়েছে।’

সাম্প্রতিক সময়ে বিরোধী দলের ওপর হামলা-মামলার ঘটনাগুলো আলোচনায় এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সমকালীন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’