মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, প্রতিবাদে নয়া পল্টনে মিছিল

মুন্সীগঞ্জে দলের কর্মসূচি বাস্তবায়নকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে ঘটনার প্রতিবাদে বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলের শীর্ষ নেতারাসহ অনেকে অংশগ্রহণ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে আহত হয়েছেন অগণিত নেতাকর্মী। তিনি বলেন, ‘পুলিশ হামলা চালিয়ে ও নির্বিচারে গুলি বর্ষণ করে শতাধিক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে।’

‘আহতদের মধ্যে বিএনপি নেতা শাওন, যুবদল নেতা জাহাঙ্গীর, ছাত্রদল নেতা তারিক, বিএনপি কর্মী শিপন, তপন, রুবেল, সোহেল, হাফিজুল, হাসান গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহতদের মধ্যে অনেককেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের এই নির্মম হামলায় সাংবাদিকরাও রেহাই পাননি।’ বলে জানান রিজভী।