পঞ্চগড়ে নিহত বিএনপি নেতার গায়েবানা জানাজা হলো কেন্দ্রীয় কার্যালয়ে

পঞ্চগড়ে গণমিছিলে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতার গায়েবানা জানাজা পড়েছেন দেশের বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় বিপুল সংখ্যক নেতাকর্মী, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) পুলিশের গুলিতে নিহত হন ময়দানদিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিন। রবিবার (২৫ ডিসেম্বর) তার গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে আরেফিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণঅধিকার পরিষদের রাশেদ খান, ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,  বিএলডিপির শাহাদাত হোসেন সেলিমসহ, বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খানসহ সহস্রাধিক নেতাকর্মী।

আরও পড়ুন-

পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা বাইপাস রোগী ছিলেন: পুলিশ সুপার