খালেদা জিয়াকে সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা প্রয়োজন: মেডিক্যাল বোর্ড

বুধবার দুপুরের পর হঠাৎ অসুস্থতা বোধ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোজার দিন হওয়ায় তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা ইফতারের পর এসে পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে জানান তারা।

বুধবার (২৭ মার্চ) রাতে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার শারীরিক অবস্থার সর্বশেষ এ কথা জানান সাংবাদিকদের।

এ জেড এম জাহিদ বলেন, দুপুরের পর খালেদা জিয়া অসুস্থতা বোধ করছিলেন। তখন তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা ইফতারের পর এসে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ইতোমধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাও সম্ভব হয়েছে। মেডিক্যাল বোর্ড মনে করে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। আপাতত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে বাসাতেই পর্যবেক্ষণে থাকবেন তিনি। যদি কোনও কারণে প্রয়োজন হয়, তাকে হাসপাতালে নেওয়া হবে। এখন তিনি সুস্থতা বোধ করছেন।

এ সময় খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন বলে জানান এ জেড এম জাহিদ।