‘অচিরেই দেশে ফিরবেন তারেক রহমান’

প্রধানমন্ত্রীকে শামসুজ্জামান দুদুর চ্যালেঞ্জ




শামসুজ্জামান দুদুজনপ্রিয়তা যাচাইয়ে বিএনপির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারাবরণ দিবস উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মুনির হোসেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। প্রমাণ করতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দেশের যে কোনও নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন, আপনার জামানত বাজেয়াপ্ত হবে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘জনগণ জেগে উঠেছে, জোর করে বেশি দিন রাষ্ট্রক্ষমতায় থাকা যাবে না। ২০১৬ সাল হবে পরিবর্তনের বছর।’
দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় ও আন্তার্জাতিক ষড়যন্ত্র অব্যহত আছে।’

অচিরেই দেশে ফিরে তারেক রহমান দলের হাল ধরবেন বলেও জানান রিজভী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে ভয়ংকর অনাচার ও দুঃশাসন গড়ে তুলেছেন। তিনি ও তারা মন্ত্রীরা ছাড়া কেউ কথা বলতে পারে না। এখন বাকস্বাধীনতা মানেই রাষ্ট্রদ্রোহিতা। তার কথার প্রতিবাদ করলেই ষড়যন্ত্র শুরু হয়ে যায়, মামলা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যতই কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হোক না কেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা অবিচল থাকব।’

এ সময়ে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, যুব দলের সাংগঠন্কি সম্পাদক আ ক ম মোজ্জামেল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসটিএস/এজে