তারেক রহমান দেশে ফেরার আগে সংবাদ সম্মেলন হবে: যুক্তরাজ্য বিএনপি

বাংলা‌দে‌শে অন্তর্বর্তী সরকার কাজ শুরু কর‌লেও শিগ‌গিরই তারেক রহমানের দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিএন‌পি চেয়ারপার‌সনের উপ‌দেষ্টা ও দলের যুক্তরাজ্য ক‌মি‌টির সভাপ‌তি এম এ মালেক বলেছেন, ‘নেতার (তারেক) ফেরার সময় নির্ধা‌রিত হলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হ‌বে। দেশের মানুষকে জা‌নিয়েই তিনি ফিরবেন। তার ‌আগে লন্ডনের যে ক‌মিউনি‌টিতে তি‌নি দীর্ঘদিন ছিলেন, সেখানকার মানুষের সঙ্গেও কথা বলবেন।’

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সম্প‌র্কিত সূত্রগু‌লো জানিয়েছে, আরও কিছু সময় পর্যবেক্ষণ করে, দলের ক‌য়েক‌টি ধা‌পের নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশে ফেরার ব্যাপারে দিনক্ষণ নির্ধা‌রণ করবেন তারেক রহমান। তার আগে, আপাতত এখান থেকেই পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মূল দল ও সহযোগী সংগঠনগু‌লো নিয়ে কাজ করতে চান তি‌নি।

বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যুক্তরাজ্যে। তার দেশে ফেরার অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করছেন আইনজীবীরা। দেশে তার বিরুদ্ধে থাকা আদালতের রায়গু‌লোর ব্যাপারে দেখভাল করছেন দেশের দায়িত্বপ্রাপ্ত আইনজী‌বীরা।

তারেক রহমানের কাছের মানুষ হিসেবে পরিচিত, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপ‌তি না‌সির আহমদ শাহীন বলেন, ‘আপাতত নেতার দেশে ফেরার ব্যাপারে কিছু জানা নেই। তবে অচিরেই ফিরে যাবেন।’