খালেদা জিয়ার দেশে ফেরা: পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) বেলা ১০টা ৩৮ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১১টা ২০ মিনিটে পৃথক একটি গাড়িতে উঠে হ্যাঙ্গার গেট দিয়ে বের হয়ে বাসভবন গুলশানের দিকে রওনা হন তিনি।

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া

বিমানবন্দরে নামার পর খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পরে কড়া নিরাপত্তার সঙ্গে বিমানবন্দর থেকে বের হন বিএনপির চেয়ারপারসন।

নেতাকর্মীদের হাতে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি

এদিকে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দর থেকে শুরু করে তার গুলশান বাসভবন পর্যন্ত ভিড় করেছেন। এ সময় মুর্হুমুহু স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ। তাদের অনেকের হাতে দেখা গেছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।

Capture

494359321_1056572646344829_9218496043734854650_n

494573557_1059495646241921_8691825614202985326_n

494356250_1199890138597994_5656451921769886753_n

494358915_1366812047959605_2930770069530465187_n

 

494357056_680142494869513_4216217917152241045_n

494356506_713163547716028_4475905906931080008_n