রাজনীতির মাঠে ছাত্রদের দলকে ‘অনূর্ধ্ব-১৯’ টিম বলে আখ্যা দিলেন কায়সার কামাল

রাজনীতির মাঠে ছাত্রদের দলকে ‘অনূর্ধ্ব-১৯’ টিম বলে আখ্যা দিয়ে তারা ফাউল করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (২৫ মে) বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার এবং বিচার অঙ্গন থেকে দলবাজ বিচারকদের সরানোর দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার কগায়সার কামাল বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ দেশে নতুন ধরনের রাজনীতির আশা করেছিল। তবে ছাত্রদের মধ্যে যারা আজ রাজনীতি করছেন, তাদের অনেকেই অনূর্ধ্ব-১৯। তাদের যে দল কাজ করছে— সেটিকে জনগণ অনূর্ধ্ব-১৯ দল বলে মনে করে। কারণ দলের নেতাদের মধ্যে যে ভাবগাম্ভীর্য থাকার কথা, তাদের কথা ও আচরণে সেটার প্রকাশ নেই।

দলের নেতাদের মধ্যে আবার একজন আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন উল্লেখ করে কায়সার কামাল বলেন, সুপ্রিম কোর্টের একটি আদেশের বিষয়ে তিনি কথা বলেছেন। আমি ফেসবুকে তার ব্যাকগ্রাউন্ড দেখলাম। তিনি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তখন আমার মনে পড়লো— যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি এবং পরবর্তীকালে পতিত স্বৈরাচারের দোসর তার ছেলে শেখ ফজলে নূর তাপসও আদালত অবমাননার ঘটনায় অভিযুক্ত। এ অবস্থায় বর্তমানে মন্তব্যকারীর পরিচয় হলো ওই মনি ও তাপসের অনুসারী।

বিএনপির এই আইন সম্পাদক হুঁশিয়ার করে বলেন, এখনও সময় আছে, থামান। দেশের সর্বোচ্চ আদালতকে নিয়ে কথা বলার আগে দ্বিতীয়বার ভাবুন। বালখিল্য কথা সব জায়গায় মানায় না। রাজনীতির মাঠে আন্ডার নাইনটিন হিসেবে অনেক ফাউল করেছেন। সুপ্রিম কোর্টের বিষয়ে সতর্ক হন।

এ সময় উপদেষ্টা পরিষদের বিষয়ে কায়সার কামাল বলেন, আমাদের দল (বিএনপি) থেকে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দাবি করা হচ্ছে। তবে যে উপদেষ্টা পরিষদ এই দায়িত্ব পালন করবে, সেখানে এমন উপদেষ্টা আছেন, যিনি ১৯৯১ সালে সংসদ নির্বাচনে অংশ নিয়ে ২৪৯টি ভোট পেয়েছিলেন। এমন অবস্থায় আমরা উপদেষ্টা পরিষদ নিয়ে শঙ্কিত হই।