কেন্দ্রীয় কমিটির সদস্যসহ জামায়াতের ১১ নেতাকর্মী আটক






আটকবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ খান, সহকারী সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তাসলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আজহারুল ইসলাম, অ্যাড. জাকির হোসাইন, আবুল হাসেমসহ জামায়াতে ইসলামীর ১১ নেতা-কর্মীকে মগবাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ। দলটির নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ১০ জনকে আটক করা হয়েছে।

জামায়াতের প্রচার বিভাগের কর্মচারী এম আলম স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে সম্পূর্ণ অন্যায়ভাবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সম্পূর্ণ নির্দোষ।’

জামায়াতের নায়েবে আমির গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান গণবিরোধী সরকার নিজের গদি ঠিক রাখার জন্য শ্রমিক-কৃষকসহ সব মেহনতি মানুষের ওপরই জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকার স্বৈরশাসন চালিয়ে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের জুলুম-নির্যাতন সব সীমা ছাড়িয়ে গেছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মশিউর রহমান জানিয়েছেন, ‘গোপনে মিটিং হচ্ছে এমন তথ্যের ভিত্তিতের আমরা দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছি। তারা জামায়াতের নেতা। কী উদ্দেশ্যে তারা মিলিত হয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন- 


‘আপনারাই হিসাব করে দেখুন, আমাদের মাস চলে কী করে’

/এসটিএস/আরজে/এফএস/