ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কার স্বার্থে: জামায়াত

জামায়াতে ইসলামীবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পাদনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই চুক্তি কার স্বার্থে এবং কেন করা হচ্ছে, বলেও জানতে চায় দলটি। শুক্রবার দুপুরে দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে ভারতের সঙ্গে কি ধরনের নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পাদন করা হচ্ছে তা দেশবাসী সরকারের কাছে জানতে চায়।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানতে পারলাম যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে ভারতের সঙ্গে একটি নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পাদন করা হচ্ছে। দেশের জনগণকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে গোপনে নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পাদনের ব্যাপারে দেশের জনগণ শঙ্কিত ও উদ্বিগ্ন। দেশের জনগণের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে, সরকার কার স্বার্থে এই চুক্তি করছে?’
বিবৃতিতে ভারতের সঙ্গে কি ধরনের নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পাদন করা হচ্ছে তা অবিলম্বে জনগণের সম্মুখে প্রকাশ করার আহ্বান জানান জামায়াত নেতা। পাশাপাশি জাতীয় স্বার্থবিরোধী কোনও নিরাপত্তা ও সামরিক চুক্তি করা থেকে বিরত থাকার দাবিও জানান তিনি।

/এসটিএস/এমও/