সিইসির বক্তব্য অবাস্তব: জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামীনির্বাচনি রোডম্যাপ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদার বক্তব্যকে অবাস্তব হিসেবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। রবিবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
সিইসি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। ইভিএম ব্যবহারের দরজা এখনও বন্ধ হয়ে যায়নি।’ তার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তার ভাষ্য, ‘প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্য সম্পূর্ণ অসত্য, অনভিপ্রেত, অযৌক্তিক ও অবাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন যে আদৌ সম্ভব নয় সেই বিষয়ে গোটা জাতি একমত।’
বর্তমান সরকারের অধীনে হলে ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল। তার মতে, ‘এ ধরনের প্রহসনের নির্বাচনের উদ্যোগ জাতি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করবে।’
ইভিএম নির্বাচন ব্যবস্থা পৃথিবীর কোনও দেশেই গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে বিবৃতিতে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘এ ব্যবস্থা সব দেশেই প্রত্যাখ্যাত হয়েছে। দেশবাসী নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এ ব্যাপারে জাতি কোনও আপোস করবে না। বর্তমান নির্বাচন কমিশন বিদায়ী নির্বাচন কমিশনের পথেই হাঁটুক তা জাতি দেখতে চায় না।’

/এসটিএস/জেএইচ/