নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে জামায়াত

জামায়াতে ইসলামীদেশে এখন চাল, ডাল, আটা, তেল, তরি-তরকারি, মাছ, গোশত, পিঁয়াজ, রসুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অসহনীয় বলে মনে করে জামায়াতে ইসলামী। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১৩ নভেম্বর সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ডেকেছে দলটি। শনিবার (১১ নভেম্বর) বিকালে এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
জামায়াতে ইসলামী মনে করে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের নিম্নবিত্ত সাধারণ জনগণ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠেছে। এ কারণে জনজীবনে বিরাজ করছে চরম অস্বস্তি। 
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘দ্রব্যমূল্যের তীব্র কষাঘাতে মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষের জীবন হয়ে পড়েছে দুর্বিষহ।’
বিবৃতিতে জামায়াত-ভারপ্রাপ্ত আমিরের অভিযোগ, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে সরকারের কোনও দৃষ্টি নেই। এক্ষেত্রে তারা কার্যকর কোনও পদক্ষেপই নিচ্ছে না। বর্তমান সরকার নিজের গদি রক্ষায় ব্যস্ত। তারা জনগণের নির্বাচিত নয়। এ কারণেই তারা জনগণের সুখ-দুঃখের কথা ভাবে না। তারা ভোটারবিহীন নির্বাচনের প্রহসন করে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা ফন্দিফিকিরে ব্যস্ত।’