ডিএনসিসিতে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন

জামায়াত নেতা মো. সেলিম উদ্দিনঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে প্রার্থী দিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তরে জামায়াতের আমির মো. সেলিম উদ্দিনকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে দলের নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

জামায়াতের ঢাকা মহানগরের একটি অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

মো. সেলিম উদ্দিন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি। ২০১৭ সালের শুরুতে জামায়াতের মহানগর শাখা দুই ভাগ হওয়ার পর তিনি উত্তরের আমির মনোনীত হন।

বিএনপি জোটের বাইরে গিয়ে জামায়াত এককভাবে এই প্রার্থী দিলো। এর আগে সিলেটেও জামায়াত বিএনপি নেতৃত্বাধীন জোটের গিয়ে মেয়র প্রার্থী হিসেবে এহসানুল মাহবুব জুবায়েরের নাম ঘোষণা করে।

আরও পড়ুন- বিএনপির আগেই সিলেটে মেয়র প্রার্থী দিলো জামায়াত