খালেদা জিয়াকে পছন্দমতো চিকিৎসা নিতে মুক্তি দিন: জামায়াত

খালেদা জিয়া (ফাইল ছবি)বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পছন্দমতো জায়গায় চিকিৎসা গ্রহণের সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। শনিবার (৩১ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া জেলখানায় অসুস্থ হয়ে পড়ার খবরে আমরা উদ্বিগ্ন।’
এই রাজনীতিবিদের কথায়, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানান বক্তব্য দিয়ে সরকারের মন্ত্রীরা ধূম্রজাল সৃষ্টির ষড়যন্ত্র করছেন। এটা অত্যন্ত অন্যায়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। কারণ কয়েক মাস আগে বিদেশে চিকিৎসা সেবা নিয়ে দেশে ফিরেছেন তিনি।’
বিবৃতিতে মাওলানা আ. ন. ম. শামসুল ইসলামের দাবি, ‘৭৩ বছর বয়সী খালেদা জিয়াকে জেলে বন্দি রেখে সরকার তার ওপর বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি করছে। এ কারণেই তিনি আবারও অসুস্থ হয়ে পড়েছেন।’
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীরের অভিযোগ, অসুস্থ অবস্থায় জেলখানায় বন্দি রেখে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার। তার ভাষ্য, ‘তিনি (খালেদা জিয়া) দেশের সাবেক প্রধানমন্ত্রী। বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণ তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সরকার তাকে মুক্তি না দিয়ে দেশের আইন ও সংবিধান লঙ্ঘন করছে।’