সিলেটে জামায়াতের প্রার্থী জুবায়ের, বিভ্রান্তির অবকাশ নেই: জামায়াত



বিএনপি-জোটের শরিক জামায়াতে ইসলামী জানিয়েছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তাদের দলীয় প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এতে কোনও বিভ্রান্তির অবকাশ নেই। বুধবার রাত দশটার দিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম এক বিবৃতিতে এ তথ্য জানান।
মাওলানা আবদুল হালিম বলেন, ‘বিএনপির গুলশান অফিসে ২০-দলীয় জোটের বৈঠকে আমি উপস্থিত ছিলাম। কতিপয় মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিকর রিপোর্টে আমি বিস্ময় প্রকাশ করছি। সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জামায়াতের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রয়েছেন। এতে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।’
বিবৃতিতে আরও বলা হয়, বুধবার গুলশানে বিএনপির জোটের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কোনও কোনও মিডিয়া যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ রয়েছে।
প্রসঙ্গত, বুধবার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ‘আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য রাজশাহী, সিলেট, বরিশালে সিটি নির্বাচনে ২০ দলীয় জোট একক প্রার্থীর পক্ষে কাজ করতে সম্মত হয়েছে।’ তিনি বলেন, ‘আজকের বৈঠকে জোটের নেতারা একক প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে কাজ করতে সম্মত হয়েছে। তিন সিটিতে ২০ দলীয় জোটের একজন করে প্রার্থী থাকবে এবং সেই মেয়র প্রার্থী জন্য সবাই একযোগে কাজ করবে।’
সিলেটে জামায়াতের প্রার্থীকে ২০ দলীয় জোট সমর্থন দেবে কিনা, জানতে চাইলে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘এখনও প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যায়নি। আমরা একজন প্রার্থীর জন্য কাজ করবো। সিলেটে জামায়াতের প্রার্থীকে সমর্থন দেবো কিনা, সেটা চূড়ান্ত হলে পরে জানতে পারবেন। তবে সিলেটে বিএনপি যে প্রার্থী দিয়েছে ২০ দলীয় জোট তাকে সমর্থন করেছে।

উল্লেখ্য, সিলেটে জামায়াত-সমর্থিত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের ‘সিলেট নাগরিক ফোরাম’-এর ব্যানারে নির্বাচন করছেন বলে জানান ফোরামের সদস্য সচিব ফখরুল ইসলাম। হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন স্থগিত আছে।