আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান: জামায়াত আমির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘প্রধান নায়ক’ হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। জাতিকে তিনি অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ও সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনে আমাদের পরাজয় হয়নি, যারা ভোট ছিনতাই করেছে তাদের পরাজয় হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মালিবাগের একটি হোটেলে ১২ দলীয় জোটের আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। ইফতারের টেবিলে জামায়াতের আমিরের পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী বসেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াত আমিরের মুখে নিজের প্রশংসা শুনে হেসে ওঠেন তারেক রহমান। ইফতারের হলরুমজুড়ে উঠে হাততালিও। ইফতারে সভাপতিত্ব করেন মোস্তফা জামাল হায়দার।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার বিভিন্ন কায়দায় এই নির্বাচনকে নির্বাচন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।