চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত সুরক্ষা আইন তৈরি করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেছা কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম (এনডিএফ) ঢাকা দক্ষিণ কর্তৃক আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান দেওয়া হয়।
মোহাম্মদ তাহের বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দুর্নীতির মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে গেছে। ন্যাশনাল ডক্টর'স ফোরামের সদস্যদের সেবার মাধ্যমে, নিজেদের কাজ ও দক্ষতার মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। প্রফেশনাল দক্ষতার মাধ্যমেই এই পরিবর্তন আনা সম্ভব।
ন্যাশনাল ডক্টর’স ফোরাম বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং ডা. মোহাম্মদ গোলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ন্যাশনাল ডক্টর’স ফোরামের সভাপতি প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম।