বৈঠক করেছেন রওশন-সুষমা, রোহিঙ্গা সংকট ও তিস্তা নিয়ে আলোচনা

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রায় আধ ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট ও তিস্তা নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রওশন।

বৈঠক শেষে ব্রিফ করছেন রওশন এরশাদবৈঠক শেষে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভারত রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায়। তারা চায় যেভাবেই হোক এ সমস্যার সমাধান আসুক।’ এর আগে ৮টা ২০ মিনিটে রওশন এরশাদ সোনারগাঁও হোটেলে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। এর মধ্যে তিস্তা, রোহিঙ্গা এবং রোড কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুতে ভারতে আমাদের সহায়তা করবে বলে জানিয়েছে। আমরাও তার (সুষমা স্বরাজ) কাছে সাহায্য চেয়েছি। এছাড়া তিস্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অচিরেই তিস্তা সমস্যার সমাধান করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন।’

রওশন এরশাদ জানান, প্রায় ৩০ মিনিট আলোচনা হয়। তবে আগামী নির্বাচন নিয়ে সুষমা স্বরাজের সঙ্গে কোনও আলাপ হয়নি।

বৈঠক শেষে বের হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম বলেন, ‘আমরা বর্তমান সংসদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তারাও বর্তমান সংসদ সম্পর্কে অবগত রয়েছেন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে সুষমার দৃষ্টি আকর্ষণ করেন। এই বিষয়ে সুষমা স্বরাজ বলেছেন, ‘আমরা সীমান্তে কোনও মানুষ হত্যা হোক তা চাই না।’

রওশন এরশাদের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম, এসএম ফয়সাল চিশতি, ফখরুল ইমাম, সেলিম উদ্দীন, নুরুল ইসলাম মিলন, নূরে হাসনাত চৌধুরী প্রমুখ।