শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ঘরে ফেরার আহ্বান এরশাদের

এইচ এম এরশাদপ্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এখন শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ঘরে এবং ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। কারণ, এরপরেও তারা রাজপথে অবস্থান করলে কারোও জন্য মঙ্গলকর কিছু হবে না।’
রবিবার (৫ আগস্ট) দুপুরে এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনও স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করতে না পারে সেজন্য সব মহলকে আমি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমি মনে করি, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যা করেছে তা যথেষ্ট। আমার বিশ্বাস এই নতুন প্রজন্ম আগামী দিনে দেশের দায়িত্ব গ্রহণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এখন তাদের রাস্তায় থাকা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করা ঠিক হবে না।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত মনে করেন, ‘কোনোভাবে এই আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলে মূল আন্দোলনের মাহাত্মটাই বিলীন হবে। এরই মধ্যে আমরা একটি রাজনৈতিক দলের এক নেতার উসকানিমূলক বক্তব্য শুনেছি। এছাড়াও অনেক গুজব শুনেছি। সুতরাং শিক্ষার্থীদের সেইসব উসকানি বা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না।’